ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): জর্জিয়ায় রাজনৈতিক সংকটের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির অনুগত মিখাইল কাভেলাশভিলি। ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কভেলাশভিলি একমাত্র প্রার্থী ছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি নিজেকে ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার কিছুক্ষণ পরেই কট্টর ডানপন্থী সাবেক ফুটবলার কাভেলাশফিলি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
নিজ সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে জুরাবিশভিলি জানান, তিনি প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাচ্ছেন কিন্তু উত্তরসূরিকে ‘অবৈধ’ বলে ঘোষণা করে যাচ্ছেন। একই সঙ্গে পার্লামেন্ট নিয়ন্ত্রণকারী জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে জর্জিয়ার প্রধান চার বিরোধী দল কভেলাশভিলিকে প্রত্যাখানের পাশপাশি পার্লামেন্ট বয়কট করেছে।
প্রসঙ্গত, গত অক্টোবরে দেশটির পার্লামেন্টে নির্বাচনে ১২ বছর ধরে দেশ শাসন করে আসা জর্জিয়ান ড্রিম জয় পায়। তবে বিদায়ী প্রেসিডেন্ট জুরাবিশভিলি ও বিরোধী দলগুলো এই নির্বাচনকে ‘অবৈধ’ ঘোষণা করে। তখন থেকেই রাজধানী তিবিলিসির বিক্ষোভ শুরু হয়।