ইন্টারন্যাশনাল ডেস্ক,৩১ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): রবিবার গাজার দেইর আল-বালাহতে হাইপোথার্মিয়ায় এক মাস বয়সী শিশু মারা যাওয়ার পর মা নোরা আল-বাত্রান সন্তানের কাপড়ের গন্ধ শুঁকছেন।
ইসরায়েলি বাহিনী রবিবার গাজাজুড়ে ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে গাজা শহরের আল-ওয়াফা হাসপাতালে হামলায় নিহত সাতজন রয়েছেন। পাশের আহলি হাসপাতালেও গোলাবর্ষণ করা হয়। খবর আল জাজিরার।
গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, হাইপোথার্মিয়ায় পঞ্চম শিশুর মৃত্যু হয়েছে এমন রিপোর্টের মধ্যে একটি ‘উল্লেখযোগ্য ঠাণ্ডা বাতাস’ আগামী ঘণ্টাগুলো এবং দিনগুলোতে ভূখণ্ডটিকে প্রভাবিত করবে।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তির জন্যও আহ্বান বাড়ছে, যাকে শুক্রবার ইসরায়েলি বাহিনী হাসপাতালে হামলা চালানোর পর গ্রেপ্তার করেছিল।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৪৮৪ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আট হাজার ৯০ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দি করা হয়েছিল।