Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / দুই কিশোরির এক প্রেমিক, মারামারির ভিডিও ভাইরাল

দুই কিশোরির এক প্রেমিক, মারামারির ভিডিও ভাইরাল

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০২ জানুয়ারি২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): ভারতের উত্তরপ্রদেশের ব্যস্ত এক রাস্তায় দুই কিশোরীর কিল-ঘুষি, লাথি ও চুল টানাটানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উভয়ই উত্তরপ্রদেশের বাগপাতে তাদের স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে।

এ নিয়ে দুই কিশোরীর মাঝে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের একটি স্কুলের এক কিশোরকে পছন্দ করে ওই দুই কিশোরী। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যস্ত রাস্তায় দুই কিশোরী একে অপরকে কিল-ঘুষি ও লাথি মেরেছে।

মঙ্গলবার রাজ্যের সিংওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এই ঘটনা ঘটেছে। দুই কিশোরীর মারামারির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিংওয়ালি থানা পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরিহিত দুই কিশোরী পরস্পরের চুল ধরে টানাটানির পাশাপাশি পাল্টাপাল্টি কিল-ঘুষি ও লাথি মারছে। এ সময় তাদের মারামারি ঠেকাতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা চেষ্টা করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে দুই কিশোরী মারামারি করেছে, তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। একই স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে তারা দুজনই। প্রায়ই ছেলেটির সঙ্গে কথা বলত উভয় কিশোরীই। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলের বাইরে এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের মাঝে বাগবিতণ্ডাও হয়েছে।

সিংওয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভিডিওটি তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *