Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / টম-জেন্ডায়া দুই তারকা ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন

টম-জেন্ডায়া দুই তারকা ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন

বিনোদন ডেস্ক,০৯ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): হলিউডের ‘স্পাইডার-ম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ড। আর ‘ডুন’ খ্যাত অভিনেত্রী জেন্ডায়া। যাদের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল হলিউডসহ বিশ্ব গণমাধ্যমে। তবে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউই এর আগে মুখ খোলেননি। দেননি সম্পর্ক নিয়ে কোনো রকম বক্তব্য। এবার জানা গেল এ দুই তারকা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান পর্ব সম্পন্ন করেছেন। খবর : পিপল ডটকম

 

টম ও জেন্ডায়ার বাগদানের বিষয়টি সামনে আসে রোববার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবস রেড কার্পেট থেকে। যেখানে দুজন একসঙ্গে হাজির হন। সেখানেই এই অভিনেত্রীর হাতের অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি চোখে পড়ে সবার। এরপর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি।

 

দুজনের বাগদানের খবরটি নিশ্চিত করেছে সেলিব্রেটি নিউজ সাইট ‘টিএমজেড’। টিএমজেডের প্রতিবেদন অনুসারে, বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো একটি দিনে এই দম্পতি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন।

 

তবে গণমাধ্যমটির সূত্রে আরও জানা গেছে শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসছেন না। প্রথমে বাগদানের পরবর্তী সময়টি তারা নিজেদের মতো করে উপভোগ করবেন। এরপর নিজেদের কাজের প্রকল্প নিয়ে ব্যস্ত থাকবেন। তারপর নিজেদের হাতের সিনেমাগুলোর কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর সবাইকে জানাবেন। পিপল ডটকমকে এমনটাই জানিয়েছে টমের ঘনিষ্ঠজন।

 

এর আগে ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ মুক্তির পর থেকে প্রেম করছেন এই জুটি। অবশ্য তারা নিজেরা কখনোই এ বিষয়ে কথা বলেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি সবাইকে নিশ্চিত করে যে, ভালোবাসার সম্পর্কে আছেন তারা।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *