Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / World / Sports / পিএসএলে শোয়েব আখতারের কাছে নাহিদ রানা কিছু শিখতে চান

পিএসএলে শোয়েব আখতারের কাছে নাহিদ রানা কিছু শিখতে চান

স্পোর্টস ডেস্ক, ১৫ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে আসন্ন এই আসরের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

 

এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। বাংলাদেশের বাইরে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন তিনি। বিসিবির অনাপত্তি পত্র পেলে এবারের আসরে বাবর আজমের নেতৃত্বে তাকে খেলতে দেখা যাবে।

 

আন্তর্জাতিক ক্রিকেটে আগমনেই চমক দেখিয়েছেন নাহিদ রানা। দুরন্ত গতিতে বল করে সাড়া জাগিয়েছেন এই ২২ বছরের তরুণ ফাস্ট বোলার। গতির ঝড় তুলে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নেয়ার পথে থাকা নাহিদ প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহিন আফ্রিদিদের। বিশ্ব ক্রিকেটের পরবর্তী গতিতারকা হিসেবে আলোচনায় আছেন চাপাই এক্সপ্রেস নামে খ্যাতি পাওয়া নাহিদ। চলমান বিপিএলেও গতি দিয়ে ত্রাস ছড়াচ্ছেন তিনি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নজরও কেড়েছেন নাহিদ।

 

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়ে খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

 

বিপিএলের পর বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন নাহিদ। পিএসএল মাঠে গড়াবে ৮ এপ্রিল। ফাইনাল গড়াবে ১৯ মে। অর্থাৎ টুর্নামেন্টটি মাঠে গড়াতে এখনও অনেক দেরি। তাই এসব নিয়ে এখনই ভাবতে চান না নাহিদ। আপাতত বিপিএলে রংপুর রাইডার্সকে নিয়েই ভাবছেন তিনি।

 

তিনি বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

 

পাকিস্তানে পিএসএল খেলতে গেলে শোয়েব আখতারের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতিতে বল করার রেকর্ড (১৬১.৩ কিলোমিটার) শোয়েবের দখলেই। কিংবদন্তি গতিতারিকার সঙ্গে দেখা হলে তার কাছ থেকে শিখতে চান নাহিদ।

 

তিনি বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’ শোয়েবের রেকর্ড ভাঙতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *