Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / ইসরাইলের চলমান আগ্রাসন গাজার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে : মালালা ইউসুফজাই

ইসরাইলের চলমান আগ্রাসন গাজার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে : মালালা ইউসুফজাই

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৫ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি নারী মালালা ইউসুফজাই বলেছেন, গাজার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এছাড়া তিনি আফগানিস্তানে তালেবান শাসনকে বৈধতা না দিতেও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ইসলামাবাদে ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে মালালাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নেন।

 

২০১২ সালে পাকিস্তানের একটি স্কুলে পড়ার সময় স্থানীয় তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়ে দেশ ছাড়েন ১৫ বছর বয়সি মালালা। তবে সুস্থ হয়ে ফিরেই নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি। এরমধ্যে হাতে গোনা দুই একবার পাকিস্তান সফরে যান মালালা। এবার নিজ দেশে নারী শিক্ষাবিষয়ক এক সম্মেলনে যোগ দেন এই নোবেল বিজয়ী।

 

সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেন মালালা। ইসরাইলের চলমান আগ্রাসন গাজার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

 

উদ্বেগ প্রকাশ করে মালালা বলেন, ইসরাইল গাজার ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করে দিয়েছে। সেই সাথে স্কুল ভবনে আশ্রয় নেওয়া নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালানোরও তীব্র নিন্দা জানান তিনি। ইসরাইলের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন মালালা।

 

এদিকে আফগানিস্তানের তালেবানদের বৈধতা না দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই।

 

তিনি বলেন, তালেবানের শাসনামলে নারী শিক্ষার অগ্রগতি স্বপ্ন দেখা বৃথা। তালেবান শাসকরা শতাধিক আইন প্রয়োগ করেছে, যা নারীদের শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *