Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

শরীয়তপুর,০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের বাহাত্তরের সংবিধান একটি অবৈধ সংবিধান। যারা এ সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

 

এসময় তিনি বলেন, পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা ’৭৩ সালে এ সংবিধান রচনা করেছেন, যা বৈধ হতে পারে না। দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোটও করেননি। যাত্রাই শুরু করেছি আমরা অবৈধভাবে।

 

সংবিধানে সংস্কারে কথা জানিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই ’৭২-এর সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে। এদেশের মানুষের চিন্তা-চেতনাকে ধারণ করে ’৭১-এর মানুষ যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সেই চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে। আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে, আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব।

 

তিনি আরও বলেন, গণতন্ত্র আন্দোলনের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু দেশ স্বাধীন করে যে ক্ষমতায় আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে, বাকশাল করেছেন। বাকশালের পরিণতি শেখ মুজিব হত্যা হয়েছে পরবর্তীতে জিয়াউর রহমান হত্যা হয়েছে। আন্দোলনের পশ্চাতেই পতন হয়েছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য ও শরীয়তপুর জেলা নায়েবে আমির এ কে এম মকবুল হোসেন, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সেক্রেটারি জেনারেল, জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অধ্যাপক ডা.মাহমুদ হোসেন বকাউল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম ও অন্যরা।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *