Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / অন্যান্য খেলার খবর / চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত ভালো করবেন আশা আশরাফুলের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত ভালো করবেন আশা আশরাফুলের

স্পোর্টস ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে অনুশীলন। তবে সমর্থকদের দুশ্চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ের অফফর্ম তাকে ঘিরে প্রশ্ন তুললেও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফিরবেন আসল ছন্দে।

 

রোববার এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘অনেকে হয়তো শান্তর পারফরম্যান্স নিয়ে চিন্তিত, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই দলের সেরা পারফরমার হবেন। ওয়ানডে ফরম্যাটের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছে সে, যা কাজে দেবে আসরে।’

 

সাম্প্রতিক বিপিএলে ফর্মের খরা দেখা গেছে শান্তর ব্যাটে। বড় রান করতে ব্যর্থ হওয়ায় শেষ দিকে জায়গাও হারান একাদশ থেকে। তবু আশরাফুল মনে করেন, শান্তর সামর্থ্য প্রশ্নাতীত, এবং বড় মঞ্চেই তিনি সেরা ফর্মে ফিরবেন।

 

বাংলাদেশ দল নিয়েও আশাবাদী আশরাফুল। বললেন, ‘আমরা বড় মঞ্চে জয় পেয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে আমাদের। এবারও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো কিছু সম্ভব।’

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কতদূর যেতে পারে, তা সময়ই বলে দেবে। তবে সাবেক অধিনায়কের বিশ্বাস, শান্ত ফিরবেন নিজের স্বরূপে—এবং তাকেই কেন্দ্র করে দল এগিয়ে যাবে সাফল্যের পথে।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *