Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / গণহত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

গণহত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

ঢাকা, ০৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি তাঁদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে জুলাই মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, তাঁরা গত ১৭ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিনিধি সাকিব হোসাইন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, “গণহত্যার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও সরকার গ্রেপ্তারকৃতদের বিচারে অগ্রগতি দেখাতে পারেনি, যা জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। অভ্যুত্থান-পরবর্তী প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা আমাদের জন্য অত্যন্ত হতাশার।”

তিনি আরও বলেন, “চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এটি বিচারপ্রক্রিয়া নিয়ে সন্দেহের সৃষ্টি করছে।”

সরকারকে সময় দিলেও আশানুরূপ অগ্রগতি নেই

সংগঠনটি জানায়, অভ্যুত্থানের সাত মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো গণহত্যাকারীদের বিচারের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। সাকিব হোসাইন বলেন, “আমরা ভেবেছিলাম, এই সময়ের মধ্যে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রক্ষা করতে পারব, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাই এখন আমাদের দাবি স্পষ্ট—প্রথমে গণহত্যার বিচার হতে হবে, তারপর যেকোনো ধরনের সংস্কার বা নির্বাচন নিয়ে ভাবা যেতে পারে।”

 

জুলাই মঞ্চের নেতারা জানান, তাঁরা তাঁদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে এই দাবির পক্ষে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, যদি সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *