Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / আন্তর্জাতিক নারী দিবস আজ : দেশজুড়ে নানা আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস আজ : দেশজুড়ে নানা আয়োজন

ঢাকা, ০৮ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । এবারের প্রতিপাদ্য  অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা, সম-অবস্থান নিশ্চিতকরণ এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে দিবসটি উদযাপিত হচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নারী দিবস উদযাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে নারীর অধিকার, ক্ষমতায়ন ও নিরাপত্তা নিয়ে আলোচনা সভা, সেমিনার ও শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নারী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে**। র‍্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । সভাপতিত্ব করবেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনায় থাকবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে  শনিবার সকাল সাড়ে ১১টায় বনানীর বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত **রিকশা র‍্যালি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ব্লাস্টের কিশোর-কিশোরী ও নারী ফুটবল দল।

নারীর সাফল্যকে সম্মান জানাতে সরকার অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদানের উদ্যোগ নিয়েছে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *