রাজনৈতিক, 09 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এবং সামাজিক অবক্ষয়ের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি মনে করেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয় না; বরং নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা মানুষকে প্রকৃত মানবিক গুণাবলির অধিকারী করে তোলে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আজ এমন এক সমাজে বাস করছি, যেখানে পশুর আচরণও হার মানে। সম্প্রতি মাগুরায় একটি শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শুধুমাত্র একটি পরিবারের নৃশংসতা নয়, বরং এটি মানবতার ওপর সরাসরি আঘাত।”
তিনি আরও বলেন, “এই পাশবিকতা রোধ করতে হলে আমাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। ৯১ শতাংশ মুসলমানের এই দেশে শিক্ষা হতে হবে নৈতিকতার ভিত্তিতে, যাতে মানুষ সত্যিকারের মানুষ হয়ে গড়ে ওঠে, শুধু সার্টিফিকেটধারী পেশাজীবী না।”
জামায়াতের আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি জনগণের সমর্থনে আমরা দেশ পরিচালনার সুযোগ পাই, তবে সর্বপ্রথম আমরা শিক্ষাব্যবস্থার সংস্কারে মনোনিবেশ করব। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে ছাত্ররা শুধু সার্টিফিকেট হাতে পাবে না, বরং তারা শিক্ষা শেষ করার আগেই কাজের নিশ্চয়তা পাবে। এই শিক্ষাই আমাদের তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এবং সমাজ থেকে অমানবিকতা দূর করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী, এবং সঞ্চালনায় ছিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
এখানে মূল বক্তব্য ঠিক রেখে ভাষা পরিবর্তন করা হয়েছে, যাতে এটি অনন্য হয় এবং অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে মিল না থাকে