ঢাকা, 10 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):নারী নির্যাতন, ইভ টিজিং, কটূক্তি, যৌন হয়রানি কিংবা যে কোনো ধরনের হয়রানির শিকার হলে এখন দ্রুত সহায়তা পাওয়া যাবে পুলিশের নতুন চালু করা বিশেষ হটলাইনের মাধ্যমে। পুলিশের হেডকোয়ার্টার্স থেকে আনুষ্ঠানিকভাবে এই হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা ২৪ ঘণ্টা সেবা দেবে।
পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা হয়রানির ঘটনা ঘটলে নিম্নলিখিত হটলাইন নম্বরে তাৎক্ষণিক অভিযোগ জানানো যাবে:
📞 হটলাইন নম্বর:
✅ ০১৩২০০০২০০১
✅ ০১৩২০০০২০০২
✅ ০১৩২০০০০২২২
এই সেবাটি দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে, যাতে যেকোনো সময় ভুক্তভোগীরা অভিযোগ জানিয়ে পুলিশের সহায়তা নিতে পারেন।
এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীরা আগের মতোই পুলিশের “সাইবার সাপোর্ট ফর উইমেন” ফেসবুক পেজের মাধ্যমে আইনি সহায়তা ও সুরক্ষা পেতে পারেন।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান
বাংলাদেশ পুলিশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধ দমনের পাশাপাশি, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ।
নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পাশাপাশি, বাংলাদেশ পুলিশ অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সক্রিয় থাকবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।