খেলা ডেস্ক, 16মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে আইপিএল শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি হয়ে উঠেছে তারকাদের মিলনমেলা এবং অর্থের বিশাল কেন্দ্রবিন্দু। বিপুল পরিমাণ বিনিয়োগ, বিশ্বসেরা ক্রিকেটারদের অংশগ্রহণ এবং অসাধারণ ব্র্যান্ড ভ্যালুর কারণে আইপিএল এখন ক্রিকেটের বাণিজ্যিক দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে।
তবে এই আধিপত্যের শেষ হতে পারে খুব শিগগিরই। নতুন এক পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসক ও প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল। এক বছর ধরে তিনি গোপনে কাজ করছেন এমন একটি টি-টোয়েন্টি লিগের পেছনে, যা হতে পারে টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে ক্রিকেটের নতুন বিপ্লব। সৌদি আরবভিত্তিক এই লিগের জন্য ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে সৌদি সরকারের ক্রীড়া বিনিয়োগ প্রতিষ্ঠান এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস।
বিশ্ব ক্রিকেটে ভারসাম্য আনতে এবং আইপিএলের বিকল্প হিসেবে এই নতুন লিগ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবেই এটি ক্রিকেটের শক্তির সমীকরণ বদলে দিতে পারে।