ইন্টারন্যাশনাল ডেস্ক, 19 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘসময় ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই আলোচনায় যুদ্ধবিরতি ও আঞ্চলিক সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
হোয়াইট হাউস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময়) ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ শুরু হয় এবং প্রায় দুই ঘণ্টা ধরে চলে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প মূলত পুতিনকে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে এবং কিছু নির্দিষ্ট শর্তে রাজি করানোর চেষ্টা করেছেন। এর মধ্যে ইউক্রেনের রুশ-দখলকৃত কিছু অঞ্চল এবং গুরুত্বপূর্ণ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর একই প্রস্তাব রাশিয়াকে দেওয়া হলেও, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মস্কো। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির আগে তিনি দ্বন্দ্বের মূল কারণগুলো সমাধানের বিষয়ে নিশ্চিত হতে চান।
রাশিয়া জানিয়েছে, তাদের স্বার্থ সুরক্ষিত থাকলেই তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে। অন্যদিকে, ট্রাম্প মনে করেন, তার হস্তক্ষেপেই এই যুদ্ধবিরতি সম্ভব হতে পারে। ফোনালাপের পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানান, “আলোচনা চলছে।” তবে মার্কিন কর্মকর্তারা এই আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অনীহা দেখিয়েছেন।
যুদ্ধের তিন বছরে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড দখল করে নিয়েছে এবং এগুলোকে নিজেদের অংশ বলে দাবি করছে। যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, ট্রাম্প-পুতিন আলোচনার পর পরিস্থিতির নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।