খেলা ডেস্ক, ২২মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে আর মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আসরের টিকিট পেতে স্কালোনির দলের দরকার মাত্র এক পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সামনের ম্যাচে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপ যাত্রা।
তবে মাঠে নামার আগেই যদি সুখবর আসে? সেটা সম্ভব, যদি বলিভিয়া উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট হারায়। তখন ব্রাজিল ম্যাচের ফল যা-ই হোক না কেন, আর্জেন্টিনা নিশ্চিতভাবে জায়গা করে নেবে কাতার বিশ্বকাপজয়ীদের পরবর্তী আসরে।
আগামী বিশ্বকাপে দলসংখ্যা বেড়ে হয়েছে ৪৮, যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬টি দল জায়গা পাবে। ৭ নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্ট এখন ১৩ ম্যাচে ১৩, আর আর্জেন্টিনার ২৮। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে একটি ড্র পেলেই আর্জেন্টিনা এমন এক উচ্চতায় পৌঁছে যাবে, যেখানে বলিভিয়ার পক্ষে আর তাদের ছোঁয়া সম্ভব নয়, এমনকি যদি তারা সব ম্যাচ জিতেও যায়।
এমন অবস্থায়, স্কালোনির দল কি ব্রাজিলের মাটিতেই উৎসবে মেতে উঠবে? নাকি শেষ মুহূর্তে সমীকরণ জটিল করে তুলবে প্রতিপক্ষরা? ফুটবলবিশ্ব তাকিয়ে আছে সেই উত্তেজনাকর লড়াইয়ের দিকে।