বিনোদন ডেস্ক, ২৬মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় উঠে আসেন। সর্বশেষ তিনি প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের কারণে সংবাদ শিরোনামে ছিলেন। যদিও বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত তামান্না এবং বিজয় কেউই কোনো মন্তব্য করেননি, তবুও অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু দিক শেয়ার করেছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তামান্না তার চলচ্চিত্রে কুড়ি বছরের ভ্রমণ এবং জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেছেন।
এই দীর্ঘ ক্যারিয়ারে তামান্না জানান, তিনি মানুষ হিসেবে মিশুক এবং সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন। তার ভাষায়, “আমি ব্যক্তিগত বিষয়গুলো সাধারণত গোপন রাখি, তবে যে বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো আমি প্রকাশ্যে বলি। মানুষের সঙ্গে মেলামেশা করা আমার ভালো লাগে। বিমানবন্দরে সাধারণ মানুষদের সঙ্গে হাসি-খুশি ছবি তোলার বিষয়টা আমি উপভোগ করি।” অভিনেত্রী আরও বলেন, অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে তিনি নতুন অভিজ্ঞতা অর্জন করেন, যা তাকে আরও সমৃদ্ধ করে তোলে।
তামান্না ভাটিয়া ১৯৮৯ সালের ২১ ডিসেম্বর মুম্বাইয়ের একটি ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৩ বছর বয়স থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত এবং স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার অভিনয় দেখে প্রথম অভিনয়ের প্রস্তাব পান। এরপর তিনি থিয়েটারে কাজ শুরু করেন। ২০০৫ সালে তামান্না তার চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু করেন, ‘চাঁদ সা রোশন চেহেরা’ সিনেমার মাধ্যমে। যদিও সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, তবুও তামান্না তার পথচলা শুরু করেন। একই বছর তেলেগু সিনেমাতে তার অভিষেক হয় এবং এক বছর পর তামিল সিনেমায়ও তিনি কাজ শুরু করেন।
২০ বছরে প্রায় ৮৬টি সিনেমায় অভিনয় করেছেন তামান্না। নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, “আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমার জীবনের এক বিশাল উত্তরণ। প্রতিটি চড়াই-উতরাই আমাকে জীবনে নতুন অভিজ্ঞতা দিয়েছে।” তামান্না জানান, তিনি জীবনের ভালো-মন্দ সব অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ এবং প্রতিটি মুহূর্তই তাকে শক্তিশালী করে তুলেছে।
সম্প্রতি ‘স্ত্রী-২’ সিনেমায় তামান্না তার নতুন লুক নিয়ে দর্শকদের সামনে হাজির হন। ‘আজ কি রাত মজা হুসনো কি’ গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি রাতারাতি ট্রেন্ডিং হয়ে ওঠে এবং বেশ কিছুদিন পর্যন্ত এটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিল।
তামান্নার জীবনের যাত্রা শুধুমাত্র তার সিনেমার ক্যারিয়ারকে ছাড়িয়ে মানবিক দিকগুলোও ফুটে উঠেছে, যা তাকে আরো বেশি জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।