Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / ৬৮ বছর বয়সী অভিনেতাকে বিয়ে করছেন ২৬ বছরের সেলেনা

৬৮ বছর বয়সী অভিনেতাকে বিয়ে করছেন ২৬ বছরের সেলেনা

বিষয়টি অবাক করা মতো হলেও সত্যি। ৬৮ বছর বয়সী অভিনেতাকে বিয়ে করতে যাচ্ছেন ২৬ বছর বয়সি জনপ্রিয় গায়িকা সেলেনা গমেজ। একে একে নিক জোনাস, জাস্টিন বিবার ও দ্য উইকেন্ড এর সাথে সম্পর্ক চুকিয়েছেন তিনি। বিশেষ করে জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্কের কথা সবারই জানা। কিন্তু এবার নিজের চাইতে তিন গুণ বেশি বয়সের মানুষকেই বেছে নিয়েছেন সেলেনা। ২৬ বছর বয়সী এই মার্কিন তারকা বিয়ে করছেন হলিউড অভিনেতা, কমেডিয়ান ও লেখক বিল মুরেকে। ৬৮ বছর বয়সী মুরে এর আগে দুইবার বিয়ে করেছেন। এখন তিনি ছয় সন্তানের বাবা। ৭২তম কান উৎসবে একসঙ্গে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ ও বিল মুরে। 
এখানে তাদের ঘনিষ্ঠতায় এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে বিয়ের  ঘোষণা দেন সেলেনা। সবাইকে অবাক করে দিয়ে তিনি জানান, প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে এলাম। পুরো টিমের সঙ্গে ‘ডেড ডোন্ট ডাই’ ছবির প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক বিল মুরে ও আমি বিয়ে করতে চলেছি। তবে অনেকে বলছেন এটা তাদের আসন্ন ছবি ‘ডেড ডোন্ট ডাই’-এর প্রচারণার কৌশল! মূলত ছবির প্রচারণার জন্যই তারা হাজির হন সেখানে। তবে তাদের চলাফেরা ও চাহনিতে ছিল বাড়তি কিছু। উৎসবের লালগালিচায় হাতে হাত রেখে হাঁটার পাশাপাশি একে অপরকে চুম্বনও করেছেন প্রকাশ্যে। এখন সেলেনার ৬৮ বছর বয়সী অভিনেতাকে বিয়ের সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
]]>

About digitalbangladesh24

চেক

টান টান উত্তেজনা, দুর্দান্ত গল্প—মালয়ালম থ্রিলার ‘অফিসার অন ডিউটি’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্ক, ২১ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে থ্রিলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *