রংপুরে নিখোঁজের তিনদিন পর রেশমা বেগম রেশমী (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেশমার স্বামী আব্দুল খালেক ও তার বড়ভাই বান্ঠাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রংপুর নগরের স্টেশন বাবুপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেশমা দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, নিখোঁজের কয়েকদিন আগে রেশমাকে তার ভাসুরসহ পরিবারের অন্য সদস্যরা মারধর করেন। ওই ঘটনার পর থেকে রেশমা নিখোঁজ দাবি করছিলেন তার স্বামী। কিন্তু তাদের বাসার পেছনে ময়লা-আবর্জনা ফেলার ডোবা থেকে রেশমার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ২৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ বলেন, ছয় বছর আগে বাবুপাড়া এলাকার মৃত আব্দুল কাবেল মিয়ার ছেলে আব্দুল খালে জুম্মানের সঙ্গে দিনাজপুরের রেশমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন ও দেড় বছরের দুই সন্তান রয়েছে।
এবিষয়ে রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে আমরা এটাকে আরও নিবিড়ভাবে তদন্ত করে দেখছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেশমার স্বামী ও তার বড়ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে।