ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে অস্ত্র-গুলি ও মাদকসহ রুবেল হোসেন (২২) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার সমীর মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান গণমাধ্যমকে জানান, উদয়পুর থেকে মাদক নিয়ে জেলা শহরের দিকে আসছিলেন রুবেল। এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান গেলে পুলিশ লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন রুবেল। এসময় আত্মরক্ষার্থে রুবেলের পায়েল গুলি করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও ৭০০ পিস ইয়াবা।
আহত রুবেলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামে ঝিনাইদহ সদর থানায় ছয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।