সাভারের আশুলিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে রবীন্দ্রনাথ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে আশুলিয়ার গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় আরক্রোপ ড্যানিম লিমিটেডের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রবীন্দ্রনাথ সাভারে বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে গৌরিপুরের দক্ষিণপাড়ার একটি বাড়িতে চুরি করার সময় এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় বাকিরা পালিয়ে গেলেও রবীন্দ্রনাথকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।