Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / ঢাকায় ৩ ও রংপুরে ১ জানাজা শেষে ঢাকা সেনানিবাস গোরস্থানে এরশাদকে সমাহিত করা হবে

ঢাকায় ৩ ও রংপুরে ১ জানাজা শেষে ঢাকা সেনানিবাস গোরস্থানে এরশাদকে সমাহিত করা হবে

সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চারটি জানাজা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এর মধ্যে ঢাকায় তিনটি ও রংপুরে একটি জানাজা হবে।

রবিবার বাদ জোহর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা হবে। এছাড়া সোমবার ঢাকায় দুটি ও মঙ্গলবার রংপুরে অন্য জানাজা হবে বলে জানান তিনি।

জাপা মহাসচিব বলেন, রবিবার বাদ জোহর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা হবে। এরপর লাশ নেওয়া হবে বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর পর লাশ রাখা হবে হিমঘরে।

সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা ও বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রংপুরে নেওয়া হবে সাবেক রাষ্ট্রপতির লাশ। রংপুর জেলা স্কুল মাঠে চতুর্থ জানাজার পর এরশাদের লাশ ফের ঢাকায় আনা হবে। এরপর ঢাকা সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হওয়া এই সাংসদকে।

উল্লেখ্য, রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *