ঢাকার কেরানীগঞ্জে শিশুচোর সন্দেহে অজ্ঞাত পরিচয় দুই যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মালঞ্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হজরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সকালে দুই যুবক গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে এবং শিশুদেরও সঙ্গে কথা বলার চেষ্টা করে। এতে তাদেরও ওপর সন্দেহ হলে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে একজনকে ভর্তি করে অন্যজনকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) চুন্নু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নিহত যুবকের শরীরের কিলঘুষির জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য আজ সকালে রাজধানীতে একই সন্দেহে গণপিটুনীতে এক মহিলা নিহত হয়েছে।
রাজধানীর উত্তর বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা এ ঘটনা সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিশুচোর সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।