Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ৪ জন খুন

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ৪ জন খুন

নারায়ণগঞ্জের চার উপজেলায় পৃথক চার ঘটনায় চারজনকে খুন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) পৃথক সময়ে পুলিশ জেলার ফতুল্লা, আড়াইহাজার, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে ৪জনের মরদেহ উদ্ধার করে।

এদের মধ্যে মঙ্গলবার সকালে আড়াই হাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারওয়ার্দী গ্রামের সুরুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে জখন করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষ আবুল হোসেন গংরা তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মতিন সড়ক এলাকার কয়েল কারখানার পাশের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জের মিজমিজি মতিন সড়ক এলাকার কয়েল কারখানার পাশের রাস্তায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮টায় যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার ডান হাতের বৃদ্ধা আঙুলের নখ উপড়ানো এবং বাম হাতের কব্জির ওপরে এবং নিচে দু’টি কামড়ের দাগ রয়েছে।

পুলিশের ধারণা, যুবকটিকে অন্য কোথাও মেরে মরদেহ এখানে এনে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বন্দর উপজেলায় কাইতাখালি এলাকায় পূর্ব শত্রুতার জের ও টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ঘটনায় মিশন (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

মিশন উপজেলার কাইতাখালি এলাকার মৃত টুক্কি শিকদারের ছেলে। তিনি বিদেশ ছিলেন এবং সম্প্রতি দেশে এসে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজহারুল ইসলাম জানান, সোমবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে পূর্ব শত্রুতার জের ও টাকা পয়সার লেনদেন নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের আটকে অভিযান চলছে।

এদিকে সকালে ফতুল্লার লালখা এলাকায় শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শেফালী একই এলাকার মৃত আব্দুল হামিদের মেয়ে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি-তদন্ত) হাসানুজ্জামান জানান, পরিবারের অভিযোগ শেফালীর দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শেফালীর। তবে, ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে শেফালীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *