পাবনা থেকে শামীমা হক: নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রেজিষ্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে পাবনার আটঘরিয়ায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঔষধ প্রশাসন ও আটঘরিয়া উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে আটঘরিয়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব, উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আবু মুসাসহ অনেকে।
সভায় ঔষধ ব্যবসায়ীরা নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রেজিষ্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় না করার অঙ্গিকার করেন।
সভা শেষে উপজেলার বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও নকল ঔষধ সংরক্ষণের জন্য পাত্র বিতরন করা হয়।
