Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত-৪ আহত-১০

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত-৪ আহত-১০

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাণীশংকৈল উপজেলার আলসেয়া গ্রামের মনছুর আলীর ছেলে আবু সাঈদ (১৭), একই গ্রামের রবিউল ইসলাম(২৮), জগদল গ্রামের মৃত বাচা মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তী গ্রামের আব্দুল জব্বার (৪৫)।

আহতদের মধ্যে দুজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং বাকি আটজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তী গ্রামের ভাঙ্গারু নামে এক ব্যক্তির আমবাগানে পাহাড়ার কাজে নিয়োজিত ছিলেন রবিউল ইসলাম ও নুরুল ইসলাম। বজ্রপাতে রবিউল ঘটনাস্থলে এবং নুরুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রফিকুল ইসলাম রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন জগদল গ্রামের রহিম উদ্দীনের ছেলে ও নুরুল হক বাচা মোহাম্মদের ছেলে।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দালালবস্তী গ্রামে মাঠে কাজ করার সময় আব্দুল জব্বার বজ্রপাতে ঝলসে গিয়ে মারা যান।

রানীশংকৈল উপজেলার আলসিয়া এলাকায় বজ্রপাতে আবু সাঈদ(১৭) নামে এক স্কুলছাত্র মারা যায়। নিহত আবু সাঈদ ওই এলাকার মনসুর আলীর ছেলে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রতিবেশী আব্দুল খালেকের সঙ্গে মাঠে হাঁস আনতে গিয়েছিলেন আবু সাঈদ। বজ্রপাতে তিনি অকস্মাৎ ঝলসে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তবে প্রতিবেশীর কোনো ক্ষতি হয়নি।

ওসি জানান, দুজনের অবস্থা আশংকাজনক দেখে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং অন্য আটজনকে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *