পাবনা থেকে শামীমা হক: পাবনার সদরের দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুরে এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুরে পদ্মা নদীর ওই এলাকায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে কোনো কবর ভেঙে মরদেহটি পদ্মা নদী দিয়ে ভেসে আসতে পারে।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন দেখে সঠিক তথ্য পাওয়া যাবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।