ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় চালক সুজন মন্ডলকে (২৫) হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নিগুয়ারীর চাকুয়া পুরাতন ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীর পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুজন মন্ডল গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপর গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
নিহতের পরিবার জানায়, সুজন ত্রিমোহনী-রারইহাটি সড়কে অটোরিকশা চালাতেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে বোরকা পরা এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করে। এরপর থেকে সুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে রাতে অনেক খোঁজাখুজি করেও সুজনের সন্ধান পায়নি।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর কিনারায় মাছ ধরার বানা থেকে সুজনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, দুর্বৃত্তরা সুজনকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।’