উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল রোমেল(৩৮) আজ রোববার দুপুরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বেড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন আলমের ছেলে।
ঘটনাটি ঘটেছে বেড়া উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের নিজ বাড়িতে।
স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে শয়নকক্ষের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তারা দেখতে পান ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে রোমেল ঝুলে আছে।
জাতসাখিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, রোমেল বিভিন্ন সময়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের কাছে ১০ লক্ষাধিক টাকা ঋণ করেন। পাওনাদাররা দীর্ঘদিন ধরে টাকার জন্য চাপ দিচ্ছিল। তাই এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা ধারনা করছেন।
চেক
ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে
অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …