Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / দ্বিতীয় পদ্মাসেতুর দাবীতে পাবনায় ১৪০ কিঃমিঃ মানববন্ধন

দ্বিতীয় পদ্মাসেতুর দাবীতে পাবনায় ১৪০ কিঃমিঃ মানববন্ধন

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি: পাবনাকে যুক্ত করে আরিচা-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে ১৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে পাবনাবাসী। ঢাকাস্থ পাবনা জেলা উন্নয়ন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। এ মানববন্ধন দেশের তথা গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মানববন্ধন বলে দাবি আয়োজকদের।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেড়া উপজেলার কাজিরহাট থেকে ঈশ্বরদী এবং সদর উপজেলার টেবুনিয়া থেকে ফরিদপুর উপজেলার ডেমরা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় রাস্তার দুইপাশে সরকারি চাকরিজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার সর্বস্তরের মানুষ হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকেন। এই কর্মসূচিতে পাবনা জেলার দুই লক্ষাধিক মানুষ অংশ নেন।

পাবনা শহরে মানববন্ধনে পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসকে হাবিবুল্লাহ, মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন মিয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা একে শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম রুপন, খন্দকার রিপন, শিক্ষক হাসিনা আখতার রোজী, সাংবাদিক আব্দুর রশিদ প্রমুখ অংশ নেন। এছাড়া জেলার অন্যান্য স্থানে জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচিকে সামনে রেখে বেলা ১১টা থেকে বেড়া উপজেলার কাজীরহাট, বাঁধেরহাট, আমিনপুর, কাশীনাথপুর, সুজানগর উপজেলার বিরাহিমপুর, দুলাই, চিনাখড়া, সাঁথিয়া উপজেলার বনগ্রাম, মাধপুর, আতাইকুলা, সদর উপজেলার গঙ্গারামপুর, পুষ্পপাড়া, ক্যাডেট কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, ডিসি অফিস চত্বর, পাবনা প্রেস ক্লাব, সরকারি এডওয়ার্ড কলেজ, মালিগাছা, টেবুনিয়া, ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া, ঈশ্বরদী রেল স্টেশন পর্যন্ত এবং টেবুনিয়া থেকে আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া হয়ে ফরিদপুর উপজেলার ডেমরা পর্যন্ত ১৪০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে পাবনাবাসী তাদের প্রাণের দাবিতে হাতে হাত রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসকে হাবিবুল্লাহ ও মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন মিয়া গণমাধ্যমকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল নগরবাড়ী-আরিচাকে সংযুক্ত করা। এখন আমরা শুধু নগরবাড়ী (কাজীরহাট), আরিচা ও দৌলতদিয়া সংযোগকারী ওয়াই টাইপ সেতু করার দাবি জানাচ্ছি। পাবনাবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতে ১০০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। পাবনায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে। বঙ্গবন্ধু সেতুর ওপরে ক্রমাগত চাপ কমাতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তারা বলেন, ১৯৬৪ সালে নগরবাড়ী-আরিচা রুটে ফেরী চলাচল শুরু হওয়ার পর থেকেই বাণিজ্যিক ভাবে এ অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশের উত্তর অঞ্চলের প্রবেশদ্বার হয়ে ওঠে পাবনা। পরবর্তীতে ১৯৯৭ সালে বঙ্গবন্ধু সেতু হওয়ার পর নগরবাড়ী থেকে পাটুয়িরা ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে অর্থনৈতিকভাবে ঐতিহ্য হারিয়ে ভেঙে পড়ে পাবনা জেলা।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *