Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / নির্বাচন প্রত্যাখ্যান : রোববার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

নির্বাচন প্রত্যাখ্যান : রোববার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
রাজধানীবাসীকে শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মির্জা ফখরুল।
নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এ নির্বাচন কমিশন একেবারেই সরকারের ক্রীড়ানক হিসেবে কাজ করছে। তারা একেবারেই অযোগ্য। তাদের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়।
ঢাকার দুই সিটি নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি ও জবরদস্তি করে জনগণের রায়কে পদদলিত করে একেবারে লুট করে ফলাফল দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এ প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল আহ্বান করছি। আমরা আশা করছি, রাজধানীবাসী শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা সহযোগিতা করবেন। হরতালের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, খাবার দোকান, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *