স্টাফ রিপোর্টার : সপ্তাহ না পেরুতেই জামালপুরের পর এবার ঢাকার ধামরাইয়ের একটি কবরস্তান থেকে এক রাতে চারটি কঙ্কাল চুরি হয়েছে। আর একটি কঙ্কাল ঝুলিয়ে রাখা হয়েছে গাছের সঙ্গে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামজুড়ে।
গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ধামরাইয়ের বালিয়া পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে চুরি হয় এসব কঙ্কাল।
আজ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিদের অনেকে তাঁদের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করতে কবরস্থানে গিয়ে এ দৃশ্য দেখতে পান।
যে চারটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তার মধ্যে একটি ছিল ট্রটোইল গ্রামের বাসিন্দা মো. নুরু দপ্তরির ছেলে মো. আইয়ুব আলীর। আরেকটি ছিল ছয় মাস আগে মারা যাওয়া বৃদ্ধ কমলা বেগমের। অন্য দুটি কঙ্কাল কার ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ঝুলন্ত কঙ্কাল দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যান তারা। এর পর কবরস্থান জিয়ারত করতে গিয়ে দেখা যায় চারটি কঙ্কাল কবরস্তানে নেই। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের বাসিন্দারা কবরস্থানে গিয়ে ভিড় জমান।
স্থানীয় গণপ্রতিনিধিরা বলেন, কঙ্কাল চোরদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত।’
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, কঙ্কাল চোরচক্রের সদস্যদের খুঁজে বের করা হবে।
ইতি পুর্বে জামালপুরের একটি কবরস্থান থেকে এক রাতে পাঁচটি কঙ্কাল চুরি হয়।
