Monday , April 21 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / পাবনার সাঁথিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

পাবনার সাঁথিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পেশাদার এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু (৩৫) সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ডজন খানেক মামলা আছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সাঁথিয়া থানা পুলিশ শুক্রবার দিনগত গভীর রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম কাইলাকে আটক করে উপজেলার করমজা পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। দুই পক্ষের গুলাগুলির এক পর্যায়ে তারা পিছু নিলে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি একনালা বন্ধুক, ২ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

কালু দীর্ঘ দিনধরে এলাকায় মাদক ব্যবসা করতেন। ইতিপূর্বে পুলিশের নিকট কয়েক বার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে সে আবার মাদক ব্যবসা শুরু করতেন বলেও জানান পুলিশ। নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *