Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশান থেকে পালানো রুগী দিনাপুরে আটক

পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশান থেকে পালানো রুগী দিনাপুরে আটক

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া রোগী মোস্তাক আল মামুনকে (২৫) দিনাজপুরে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তাকে আটক করে থানা পুলিশ।
তার শরীরে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবুও পরিবারের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘পাবনা থেকে পালানো রোগী সম্পর্কে তথ্য পেয়ে আমরা অনুসন্ধান শুরু করি। মোস্তাক আল মামুনের বাড়ি দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার মাধবপাড়া গ্রামে।
তার পিতার নাম আনিছুর রহমান। মামুনের বাড়ি ফেরার সংবাদ নিশ্চিত হয়ে পুলিশ টিম সেখানে উপস্থিত হয়। পরে সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন,‘মামুনের মাঝে বর্তমানে করোনা আক্রান্তের উপসর্গ দেখা যাচ্ছে না। তারপরও মামুনসহ তার বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি ।’
উল্লেখ্য, গত ৫ এপ্রিল জ্বর, সর্দি-কাশি ও মাথা ব্যাথা নিয়ে মামুন পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে যান। গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। কিন্তু মামুন শুরু থেকেই সেখানে থাকার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিলেন।
এরপর বুধবার বিকেলে সেবাকর্মীরা দেখতে পান মামুন ওয়ার্ডে নেই। রোগী পালিয়ে গেছেন তা নিশ্চিত হয়ে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে।
করোনা পরিস্থিতিতে সন্দেহভাজন রোগীর পলায়নের সংবাদ সারাদেশে নানা আলোচনার জন্ম দেয়।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *