উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রথম করোনা রোগী (কোভিট-১৯) শনাক্ত হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জ থেকে এসেছে। তার বাড়ী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে।
স্থানীয়রা জানান, চলতি মাসের ৭ তারিখে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিসহ তার আরেক ভাই নারায়নগঞ্জ থেকে রাতের আঁধারে চাটমোহরে নিজ বাড়ীতে চলে আসে। সে কয়েক দিন বাহিরে ঘোরাফেরাও করেছে। তার ভাই শ্বশুরবাড়ী থেকে বেরিয়ে এসেছে।
ঘটনাটি ওই সময় গ্রামবাসী প্রশাসনকে অবহিত করলে প্রথমে বিষয়টি আমলে না নিলেও পরে চিকিৎসকরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠায়।
বৃহস্পতিবার পর্যন্ত পাঠানো ২৪ জন সন্দেহভাজন ব্যক্তির নমুনার মধ্যে একজনের রেজাল্ট পজেটিভ ধরা পড়ে। যিনি ওই বামনগ্রামের বাসিন্দা।
এঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন এবং মেডিকেল অফিসার রুহুল আমীন ডলারসহ অন্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা (রাত ৮.১৫ মি.) হয়েছেন।
এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি চাটমোহরের ইউএনওকে লকডাউন ঘোষণা করার কথা জানিয়ে দিয়েছি।
