উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনার বেড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচ জনের মধ্যে দুইজন আজ সোমবার (২০ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত আবুল শেখ (৬৫) ও কালাম (৪৫) সম্পর্কে পিতাপুত্র। আবুল শেখের আন্য ছেলে কালু শেখের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে বেড়া পৌরসভার শেখপাড়া মহল্লার আবুল হসেন শেখ (৬৫), তার ছেলে কালাম শেখ (৪৫), কালু শেখ (৪০) ,পাশের বাড়ির মৃত. আনছার আলী শেখের ছেলে আলহাজ শেখ (৩০) ও মৃত আয়ুব আলীর ছেলে গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩০) অগ্নিদগ্ধ হন।
