উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে স্টেশনের প্লাটফর্মে ঠাঁই নেওয়া সেই বৃদ্ধ মিজানুর রহমানকে (৬৫) আবারও হাসপাতালে নেওয়া হলো।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার আগে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উদ্যোগে ভ্যানযোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ মিজানুরের বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে।
এ ব্যাপারে গতকাল ডিজিটালবাংলাদেশসহ বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
