উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া সিরাজগঞ্জ শাহাজাদপুরের দুগ্ধখামারীদের সহয়তায় এগিয়ে এসেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পোতাজিয়া দুগ্ধ খামারীদের কাছে থেকে র্যাব-১২ সংগ্রহ করেছে প্রায় ৩৫ হাজার লিটার দুধ। এর আগেও র্যাব এ ধরণের উদ্যোগ নিয়েছে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার লে. এম এম এইচ ইমরান বলেন, ‘দুধের সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা কমেছে। পরিবহন সংকটের কারণেও সমস্যা হচ্ছে। ফলে লোকসানের মুখে পড়েছেন শত শত খামারী। বিষয়টি জানতে পেরে র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল ইসলাম খামারীদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক র্যারের একটি বিশেষ প্রতিনিধি দল পোতাজিয়ার দুগ্ধ খামারীদের কাছে থেকে দুধ সংগ্রহ করেছে।’
সূত্র জানায়, বৃহস্পতিবার খামারিদের কাছে থেকে প্রায় ৩৫ হাজার লিটার দুধ সংগ্রহ করা হয়েছে। এর আগেও সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন। এতে করে খামারীদের আর্থিক ক্ষতির কিছুটা হলেও অবসান হবে।
প্রায় ১ মাস ধরে বাঘাবাড়ী মিল্কভিটা কর্তৃপক্ষ তাদের দুধের সংগ্রহ প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। এর ফলে খামারীরা বাধ্য হয়ে তাদের উৎপাদিত অতিরিক্ত দুধ খোলো বাজারে বিক্রির চেষ্টা করছেন। সেখানেও দাম কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।
