পাবনা প্রতিনিধি : পাবনা শহরের গোপালচন্দ্র ইন্সটিটিউশন ( জিসিআই স্কুল) থেকে দশ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্কুলটির বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে পুলিশ জানায়, দুপুরে জিসিআই স্কুলের বাগানে ফুল গাছের আড়ালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে, শিশুটির নাম পরিচয় জানা যায়নি।
