পাবনা প্রতিনিধি : পাবনায় র্যাব-১২ এর অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ মো: নাজমুল ইসলাম (২১) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। সে সদর উপজেলার রাজাপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো: আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার (১২ মে) রাত পৌনে ১২টায় র্যাবের একটি বিশেষ দল পাবনা সদরের জালালপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নাজমুল ইসলামের কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং অস্ত্র দিয়ে লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল।
আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
