উত্তরাঞ্চলীয় প্রতিনিধি,৩ জুন : একদিনে রাজশাহী বিভাগে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বোচ্চ ৮৮ জন আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময় মারা গেছেন একজন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন। এছাড়া সুস্থ হয়েছে দুই করোনা রোগী।
বিভাগে এ পর্যন্ত এক হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত বিভাগজুড়ে ৯ জনের প্রাণ নিয়েছে করোনা।
বুধবার (৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড এটি।
এদিন সর্বোচ্চ ৫৭ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জ ও পাবনায় ১৩ জন করে এবং নাটোরে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা ধরা পড়েনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটে।