পাবনা প্রতিনিধি, ২৮ জুন : পাবনার বেড়ায় জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে জামে মসজিদের মোয়াজ্জন ও ইমামের মৃত্যু হয়েছে।
বেড়া পৌরসভার সান্যাল পাড়া মহল্লার জামে মসজিদের ইমাম আব্দুল মতিন মোল্লা (মতি মোল্লা) জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য গত রাত আড়াইটায় ঢাকা রওয়ানা হয়। আজ রবিবার (২৮ জুন) সকাল সাড়ে দশটার দিকে তিনি ঢাকায় মৃত্য বরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল সত্তর বছর।
এদিকে গতকাল শনিবার (২৭) জুন সকাল সাড়ে সাতটার দিকে একই মসজিদের মোয়াজ্জিন নুরুজ্জামান (৬৭) শ্বাসকষ্ট নিয়ে মারা যান।
উল্লেখ্য ইমাম আব্দুল মতিনের আপন ভাগ্নে মোয়াজ্জিন নুরুজ্জামান।
