পাবনা প্রতিনিধি,১৫ অক্টোবর: পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিতের ঘটনায় সাময়িক বরখাস্থকৃত বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
বুধবার রাতে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বাদী হয়ে বেড়া থানায় মামলাটি দায়ের করেন।
থানা ও বাদীসুত্রে জানা যায়, মেয়র আব্দুল বাতেনের অসদাচরণ শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহার ও সরকারি কাজে বাধা প্রদানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে সাক্ষী রাখা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে বেড়া পৌরসভা সম্মেলন কক্ষে বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেন ওই দিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন।
এদিকে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে,সাময়ীক ভাবে বরখাস্থকৃত মেয়র এখনও
কি ভাবে পৌরভবন নিজের কব্জায় রেখেছেন।