পাবনা প্রতিনিধি,২২ অক্টোবর: সদ্য সাময়ীক বরখাস্থ পাবনার বেড়া পৌর সভার মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বেড়ায় আধা বেলা হরতাল ও মানব বন্ধন করেছে ইছামতি বিচিত্রা বিতান বনিক সমিতি ও হাট কমিটি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেড়া বাসস্ট্যান্ড এলাকায় সর্বাত্বক হরতাল পালিত হয়। মানব বন্ধনে বক্তারা বেড়া পৌর সভার মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেড়া থানায় দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমুলক আখ্যা দিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের জোড় দাবী জানান।
উল্লেখ্য ইতিপুর্বে বেড়া উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় কাজীরহাট ও নগরবাড়ী ঘাট ইজারা সক্রান্ত একটি রেজুলেশান অনুমোদন নিয়ে ইউএনও আসিফ আনাম সিদ্দিকীর সাথে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। যার যেরে পৌর মেয়রকে সাময়িক বরখাস্থ করা হয় এবং মেয়রের বিরুদ্ধে ইউএনও বেড়া থানায় একটি মামলা দায়ের করেন।
