ঢাকা, ১৫ নভেম্বর ২০২০ইং (ডিজিটাল বাংলাদেশ): আজ বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যেগে জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক রাষ্ট্রদূত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি. ডেইলী মর্ণিং অবজারভারের চীফ এডিটর. সিনিয়র সাংবাদিক. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহনাজ সরদার, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, বাংলাদেশ কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল রাশেদ খান, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশক প্রকৌশলী গাজী আহমেদ উল্লাহ, অগ্নিবার্তা পএিকার সম্পাদক জনাব গোলাম মোস্তফা, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর রেজিষ্ট্রার ও সচিব ডাঃ মো. জাহাঙ্গীর আলম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এাণ সম্পাদক জনাব খবিরুজ্জামান বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিডারশীপ এ্যাওয়ার্ড প্রাপ্ত সাবেক ছাএলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব মো. মফিজুল ইসলাম, ঢাকা বিভাগ শ্রমিক লীগ এর সভাপতি জনাব মো. নুরুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর সহ-সভাপতি জনাব ফিরোজ আক্তার।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ। সভাটি পরিচালনা করেন- বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।
সভায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ( উওর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), ঢাকা জেলা (উওর ও দক্ষিণ), ঢাকা বিভাগ, চট্রগ্রাম বিভাগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সাতক্ষীরা, চাঁদপুর জেলা ও দিনাজপুর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।