পাবনা প্রতিনিধি, ৩০ ডিসেম্বর : ছয় দফা দাবীতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে সমগ্র পাবনার সকল রুটে পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে।
পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে উত্তরবঙ্গ বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিকরা পাবনার কোচ ও বাস ড্রাইভার দের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে আসছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের হেলপার ও কনডাক্টরকে মারধর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে পাবনার বাস মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার রাত থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে।