Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি, ৯ জানুয়ারি : রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। অবতরণের সময় বিমানটির চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ চলা কালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

রাজশাহী এয়ারপোর্ট থানার ওসি নুরুল আমিন গণমাধ্যমকে জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (নং-এস২ এএফকে) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।
তিনি বলেন, বিমানটিতে গ্লাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন। এছাড়াও তার সাথে একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ দুইজন অবস্থান করছিলেন। তারা তিনজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *