বীরের সীমানায় প্রাসাদ গেড়ে বসেছে
একাত্তরের হায়েনার দল
সম্মানীর সরাব পানে বেহেড মাতাল
রনাঙ্গনের আগুনের কল।।
লুটেরাদের সাথে জমেছে নিবিঢ় সখ্যতা
শেকড় গেড়েছে শক্ত আগাছা
মাথা নুয়ে নিথর দেহে পড়ে আছে
রক্তে কেনা জমির ফসল।।
পিতার বজ্রকন্ঠ ইথারে ভাসে বেহাগ সুরে
নব্য লুটেরা চেটেপুটে খায়
ধর্ষীতা মায়ের বিরান বুকের পাঁজর
বুক ফাঁটা কান্নার জল।।
পশ্চিম আকাশে অশনীর ঝনঝনানী
পৌছেনা সে সুর বধির কানে
চাঁদ তাঁরার পাক সার জমিন সাদবাদ
বীরেরা যেন প্রতিবন্ধি অচল।।
ধর্মের নামে ধান্দাবাজিতে মত্ত ওরা কারা?
তওবা তওবা, হয়ে গেল নাকি
কবিরা গুনা? নাকি বেদাত কিম্বা পাপ?
হুঙ্কারী বলে কন কথা ঠিক কিনা
বক ধার্মিকদের জঙ্গী দল।।
