Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / করোনার ভয়াবহতা।।নতুন শনাক্ত সাত হাজারের অধিক।।মৃত্যু বাহান্ন

করোনার ভয়াবহতা।।নতুন শনাক্ত সাত হাজারের অধিক।।মৃত্যু বাহান্ন

নিউজ ডেস্ক, ৫ এপ্রিল : বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী ভাইরাস করোনা। প্রতিদিন প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। সংক্রমণের তালিকাটাও দীর্ঘ হচ্ছে। সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চীনের উহান ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে।

একইসময়ে নতুন করে আরও ৭ হাজার ৭৫ জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ২২৭টি ল্যাবে ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৪০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৯৩২ জন সুস্থ হওয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে ৩৪ পুরুষ ও ১৮ জন নারী রয়েছে। তাদের মধ্যে দুইজন বাদে সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

বয়স বিবেচনায় মৃত ৫২ জনের মধ্যে দশোর্ধ্ব এক, ১১ বছরের বেশি একজন, ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব ছয়, পঞ্চাশোর্ধ্ব ৯ এবং ষাটোর্ধ্ব ৩২ জন।

বিভাগ অনুযায়ী, ঢাকায় ৪০, চট্টগ্রামে ৭, রাজশাহীতে এক, খুলনায় এক, বরিশালে এক, সিলেটে এক এবং রংপুরে একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *