নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল : হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। আট বছর আগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০১৩ সালের মামলায় আজ মোহাম্মদপুর থেকে জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’
সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘মামলা আছে কি-না যাচাই চলছে। বিস্তারিত পরে জানা যাবে।’
এর আগে হেফাজতের ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক মুফতি আব্দুল মোমিন গণমাধ্যমকে জানান, শনিবার দুপুরে মাওলানা জালালুদ্দীন আহমাদকে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মাওলানা জালালুদ্দীন আহমাদ হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব।