সিরাজগঞ্জ সংবাদদাতা, ৪ মে : নাশকতার মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত জামায়াত নেতা খালেকের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।